আজ ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
| Login
School Header Image
নিউজ:

২০২৪ সালের অনার্স ২য় বর্ষের নির্বাচনী পরীক্ষার রুটিন-২০২৫ খ্রি.

প্রতিষ্ঠান পরিচিতি

Mathbaria Govt College

দক্ষিণ বাংলার অগনিত মানুষের শিক্ষার প্রাণকেন্দ্র ডাঃ রুস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজটি স্থাপিত হয় ২০০১ খ্রিষ্টাব্দে। প্রতিষ্ঠাপরবর্তী সময়ে অর্থাৎ ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে কলেজটি প্রথম সাধারণ ও কারিগরি শাখায় উচ্চ মাধ্যমিক স্বীকৃতি লাভ করে এবং এমপিওভূক্ত হয় মে ২০০৪ খ্রি.। স্বীকৃতিকালীন উচ্চ মাধ্যমিক (সাধারণ)- এ দুইটি শাখার অনুমোদন লাভ করে। যেমন: (১) মানবিক শাখা (২) ব্যবসায় শিক্ষা শাখা।

বর্তমানে অত্র কলেজে নিম্নোক্ত শাখাসমূহ চলমান:

(ক) ‘বিজ্ঞান শাখা’-র অনুমোদিত বিষয়সমূহঃ ১। বাংলা ২। ইংরেজী ৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪। পদার্থ  বিজ্ঞান ৫। রসায়ন বিদ্যা ৬। জীববিজ্ঞান ৭। উচ্চতর গণিত ৮। কৃষি শিক্ষা।

(খ) ‘মানবিক শাখা’র অনুমোদিত বিষয়সমূহঃ ১। বাংলা ২। ইংরেজী ৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪। অর্থনীতি ৫। পৌরনীতি ও সুশাসন ৬। সমাজকর্ম ৭। সমাজবিজ্ঞান ৮। ইতিহাস ৯। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১০। যুক্তিবিদ্যা ১১। ইসলাম শিক্ষা ১২। কৃষি শিক্ষা ১৩। ভূগোল ১৪। আরবী।

(গ) ‘ব্যবসায় শিক্ষা শাখা’র অনুমোদিত বিষয়সমূহঃ ১। বাংলা ২। ইংরেজী ৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪। হিসাববিজ্ঞান ৫। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৬। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ৭। কৃষি শিক্ষা।

(ঘ) ‘ইসলাম শিক্ষা শাখা’র অনুমোদিত বিষয়সমূহঃ ১। বাংলা ২। ইংরেজী ৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪। আরবী ৫। সমাজকর্ম ৬। সমাজবিজ্ঞান ৭। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৮। যুক্তিবিদ্যা ৯। ইসলাম শিক্ষা ১০। কৃষি শিক্ষা ১১।ভূগোল ১২। অর্থনীতি।

উচ্চ মাধ্যমিক (বিএমটি) কারিগরি শাখার ট্রেডসমূহঃ ১। হিসাব রক্ষণ ২। কম্পিউটার অপারেশন

৩। উদ্যোক্তা উন্নয়ন ৪। লাইফ স্কীল ডেভলপমেন্ট

স্নাতক (পাস) শ্রেণির প্রথম অধিভূক্তি শিক্ষাবর্ষ ২০০৪-২০০৫।

স্নাতক (পাস)- এর শাখাসমূহঃ ১। বিএ ২। বিবিএস ৩। বিএসএস

বিষয়সমূহঃ ১। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২। ইংরেজী ৩। বাংলা ৪। ইসলাম শিক্ষা ৫। ইতিহাস ৬। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৭। দর্শন ৮। রাষ্ট্রবিজ্ঞান ৯। সমাজকর্ম ১০। সমাজবিজ্ঞান ১১। অর্থনীতি ১২। ব্যবস্থাপনা ১৩। হিসাববিজ্ঞান

উপরোক্ত কোর্সসমূহে ফলাফলে কাঙ্খিত সাফল্য অর্জন করায়, ২০০৭ সালে বরিশাল শিক্ষা বোর্ডের সেরা দশ কলেজের একটি, ২০০৮ সালে মঠবাড়িয়া উপজেলা শিক্ষা ট্রাস্ট (MUST) কর্তৃক উপজেলার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি অর্জন, ২০১২ সালে বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় মানবিক শাখায় মেধা তালিকায় ৫ম, ১৫তম, ১৬তম স্থানসহ ১৮টি জিপিএ – ৫.০০ এবং ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ ও ২০২২ সালে মঠবাড়িয়া কেন্দ্রে সর্বাধিক জিপিএ-৫.০০ এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কারিগরি শাখায় উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি অর্জন। অত্র কলেজে ৬টি বিষয়ে কাঙ্খিত অনার্স কোর্স চালমান।

অনার্স কোর্সের বিষয়সমূহঃ ১। বাংলা ২। ইতিহাস ৩। রাষ্ট্রবিজ্ঞান ৪। সমাজকর্ম ৫। ব্যবস্থাপনা ৬। হিসাববিজ্ঞান

ছাত্র-ছাত্রীদের আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদান ও কর্ম জীবনে অধিক সফলতা লাভের জন্য কলেজে চালু রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে র অনুমোদনপ্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। 

কোর্সের বিষয়সমূহঃ ১। কিম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (৬ মাস)

                                   ২। ডাটাবেজ প্রোগ্রামিং (৬ মাস)


ডাউনলোড করুন

Download File
Top