২০২৪ সালের অনার্স ২য় বর্ষের নির্বাচনী পরীক্ষার রুটিন-২০২৫ খ্রি.
শিক্ষার উদ্যেশ্য হচ্ছে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপন করা। সত্য ও মিথ্যার বিভেদ সর্বজন স্বীকৃত। তাই মিথ্যার বিনাশ সাধনকরে সত্যের প্রতিষ্ঠা করাই শিক্ষার লক্ষ্য। সর্বগ্র মানব মনকে এ তপস্যায় নিয়োজিত করা, বিজ্ঞান ও প্রযুক্তির অভিনব প্রকাশ ঘটানো, নির্মল, পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ সভ্যতা ও সংস্কৃতি চর্চার মধ্যমে মানব জীবনধারায় সত্যের বিচ্ছুরনর ঘটানোর নামই শিক্ষা। আর এ মহৎ ও বিশাল কাজটির যাবতীয় প্রনোদনা, প্রযোজনা ও বাস্তবায়নের মূল আধার হচ্ছে বিদ্যানিকেতন। আর তাই ডাঃ রুস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজটির একাডেমিক কার্যক্রম, নিয়মানুবর্তিতা, গবেষণা ও সৌন্দর্যের পরিবর্ধন হোক, কলেজটি পরিনত হোক দক্ষিণাঞ্চলের অক্সফোর্ডে, যে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বিশ্বের সর্বত্র নক্ষত্রের মতো দীপ্তমান থেকে ছড়াবে জ্ঞানের আলো, বাড়াবে প্রতিষ্ঠানটির মান-কলেজের অধ্যক্ষ হিসেবে সেই প্রত্যাশা রাখছি।
পরিশেষে এ কলেজের সাফল্য অব্যহত থাকুক করুনাময়ের কাছে এ কামনাই করছি।