আজ ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
| Login
School Header Image
নিউজ:

২০২৪ সালের অনার্স ২য় বর্ষের নির্বাচনী পরীক্ষার রুটিন-২০২৫ খ্রি.

সভাপতির বাণী

Mathbaria Govt College

একমাত্র ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষাই পারে একটি জাতিকে তার অভিষ্ঠ লক্ষ্যে তথা শিক্ষার চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে। মানবিক মূল্যবোধ বিবর্জিত শিক্ষা মূল্যহীন। তা কোন মানব জাতিকে পরিপূর্ণ, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলতে পারে না। একমাত্র ইহ-পরকাল ভিত্তিক সমন্বিত শিক্ষাব্যবস্থাই পারে মানবজাতিকে আদর্শবান, চরিত্রবান ও সভ্যজাতি হিসেবে গড়ে তুলতে।

পঁথিগতবিদ্যা শিক্ষার্থীকে একঘেঁয়ে করে রাখে। তাই উপরোক্ত মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীর মনোজগতে ও সমগ্র অঙ্গনে জ্ঞানের বিকাশ ঘটাতে পাতিষ্ঠানিক শিক্ষার  বিকল্প নেই। তাই সত্যিকারের আদর্শবান মানুষ গড়ার প্রয়াসে অত্র কলেজ প্রতিষ্ঠা। বিশ্বের সকল প্রতিযোগিতায় টিকে থাকতে, বাঙালী জাতিকে অপ্রতিদ্বন্দ্বী, অপরাজেয় তথা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারে, এমন একটি শক্তিশালী জাতি গঠন করাই ছিল বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের লালিত স্বপ্ন। আর সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপদানকল্পে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন মুজিব তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর সেই বঙ্গবন্ধুর দীর্ঘ জীবনের লালিত স্বপ্ন ও অত্র কলেজ প্রতিষ্ঠার ‍মূল স্বপ্নকে বাস্তব জীবনে রূপদানকল্পে ডাঃ রুস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজ।

অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, ন্যায়পরায়নতা, সততা, শৃঙ্খলা ও আত্মশুদ্ধিসহ মানবিক গুনাবলী অর্জন করে, অর্জিত মূল্যবোধ ও জ্ঞান বাস্তব জীবনে অনুশীলন করবে বলে আমি আশাবাদী। আমি এ কলেজের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।


Top